জয় হবে হবে আমাদের জয়
ভগবান দিয়েছেন জয়ের মন্ত্র
দানবের জন্য নয়।
আয় রে আয় সবে
জয়ের মন্ত্র লয়ে
দানবের কৌশল ব্যর্থ হবে
হবে তাদের পরাজয়।
আয় রে সবে রণক্ষেত্রে
দিতে হবে বলিদান
দৃঢ়প্রতিজ্ঞ হয়ে আয়
তোর বিজয় হবে মহান।
ঢাক ঢোল কাড়া বাজবে
নতুন অধ্যায় রচিত হবে
পীড়িত নিপীড়ত রাজ করবে
ঊর্ধ্বে উঠবে মনুষ্যত্বর নিশান।
বলবে সবে মানবতার জয়
অত্যাচারীর হোক পরাজয় ;
ধর্ম থাকবে সাথে
বলব সকলে মিলে
জয় জয় ভগবান।