পৃথিবী ঘুমিয়েছিল
কোথাও কোনো শব্দ ছিল না
শুধু এক অতৃপ্ত আত্মা
রোদন করে ফিরছিল।
নাই নাই রে মানব
দানবের সাম্রাজ্যে;
মনবের আত্মা বিকিয়ে
গেছে অর্থের লোভে।
ব‍্যারিকেডের পাশে
বসেছিল সবে
বিচারের আশায় ;
উত্তমার আত্মা কেঁদে ফিরছিল
প্রতিশোধের আশায়।
গভীর রাত
"কে কে ওখানে?"
কে যেন কাঁদছিল
উজ্জল চোখদুটি থেকে ধারা বইছিল।
ছায়া ছায়া নারীমূর্তি
চেনা চেনা লাগছিল ;
এ কি অভয় নাকি উত্তমা
ধন্ধ লাগছিল।
জেগে ওঠা মানুষটি ওকে চিনল
বলল,"তোমার হত্যার প্রতিশোধ
না পেলে আমরাও থাকি অতৃপ্ত।"