বসেছিলাম গঙ্গার ঘাটে
দক্ষিনেশ্বেরে;
মলয় বাতাস আবেশে
শিহরিত করছিল;
খেয়া নৌকোগুলো
দক্ষিনেশ্বের থেকে বেলুড়
যারায়াত করছিল;
তখন সে এল।
আমরা এক কলেজের বন্ধু
বলল "অসীমা আত্মহত্যা করল"!,
অবাক হলাম হতচকিত হলাম
কেন এমন হল ভাবলাম।
অসীম আর অসীমা আমাদের
কলেজের দুই রত্ন ছিল
পড়াশোনা গান বাজনায়
তারা অতুলনীয় ছিল।
অসীমার বিয়ে ঠিক হয়েছিল
কলেজ ফাংসানের পরে
ওরা ইডেনে বেড়াতে গেল।
কথায় কথায় সন্ধ্যে হয়ে এল
চারিদিক নিস্তব্ধ সুনসান ছিল
ওদের চলে যাবার সময় হল।
এমন সময় চার গুন্ডা
ওদের আক্রমণ করল।
অসীমের প্যাঁচে ওরা ধরাশায়ী হল
অসীমা পালিয়ে বাঁচল।
পরদিনের কাগজে অসীমের
মৃত্যু সংবাদ ছাপা হয়েছিল
গুন্ডাদের ছুরির ধারে
অসীমের হত্যা হল।
কেউ কাঁদল না সহানুভূতি
দেখাল না
কিন্তু অসীমা আত্মহত্যা করল।