নাই কিছু নাই
আছে শুধু অশ্বডিম্ব
কি আছে কিছু নাই জানি
আছে শুধু পাদুকাখানি
চরণ বাবুর গাড়ি টানি
জয় করব আধ খানি বিশ্ব।
হেঁটে হেঁটে অনুক্ষণ
পাব না জানি বলে মন
তবু বিশ্বের গোলখানি দেখব
চরণ বাবুর পা দুখানি
দুঃখ দেবে সে তো জানি
তবুও চলতেই থাকব।
চলতে চলতে দুঃখ পেতে পেতে
রোমান্টিক জীবন পাব;
সে তো নয় অসুন্দর
মনে হয় মনোহর
জীবনে জীবন মেলাব।
অশ্বডিম্ব পাব না
মন্দ কথা বলব না;
জীবনটা কেন নৃত্য করবে
সে তো জানি না।
জীবন যখন ভালোবাসবে
নতুন খেলা শুরু হবে
নতুন নতুন স্বপ্ন দেখব
ভালোবাসা নয় অশ্বডিম্ব
দুঃখের কথা কত বলব।
তবুও চলতে হবে
অন্তটা দেখতে হবে
তারপর অন্তহীন ব্যাখ্যা করব।