আমি অসুস্থ দুনিয়া অসুস্থ
যুদ্ধের ম্যানিয়া নিয়ে,
দেশটা অতি ক্ষুদ্র নিজেকে ভাবে বৃহৎ
বিদেশীদের সহায়তা নিয়ে।
হাতি যখন বাজারে চলে
শত শত কুত্তা ভ়ো়ঁকে,
হাতির তাতে কি বা এসে যায়
ফিরেও তাকায় না সে।
যে দেশ নিজের প্রজাদের
অন্ন জোগাতে পারে না
সে দেশ মিথ্যেই ভোঁকে,
ধর্ম অধর্ম ভেদাভেদ করে
নিজের অক্ষমতাই ঢাকে।
অস্ত্র নিয়ে নাচানাচি করে
ভাবে প্রজারা বশে থাকবে,
ভয়েই সবে ভক্তি করবে
এই মত পরামর্শ দাতারা বলে।
নিজের দেশ ত কন্ট্রোল হয় না
বড়ো দেশের সঙ্গে যুদ্ধের কথা ভাবে,
হাস্যকর অনুভূতি অতি হাস্যকর
মরণ দা়ঁড়িয়ে আছে দুয়ারে।
ধোঁকাবাজদের জীবন এমনি করেই চলে
দেশের উন্নতির কথা কে ভাবে,
শুধু গদির কথাই মাথায় আছে
এটাই হয়তো ওদের সাজে।