এসেছি
জগতের কোনা হতে
হর্ষ নিয়ে ;
তোমাদের সরণীতে।
বার্তা এসেছে বিধাতার
আসছে মা দূর্গা
শেষ হবে দানবের দবঙ্গতার।
আমরা হব উল্লাসিত
মাকে পূজব
তাই হব আনন্দে উদ্ভাসিত।
বাজার হয়েছে ঊর্ধ্বমুখী
গরীব জ্বলছে জঠর জ্বালায়;
তাই এসেছি আমি
এসেছি তোমাদের সহায়তায়।
ঐক্যবদ্ধ হব
প্রতিবাদ করব
কালোবাজারী রুকব।