সমাজে চলছে রণ
উঁচু নীচু ধর্মাধর্মের রণ।
হিংসা দ্বেষে ভরা এই সমাজ
সমভাবে চলে না ;
পাপের কালো ছায়ায়
পূণ্যের স্থান হয় না।
মানুষ যখন খেতে পায় না
অন্ন বস্ত্রের দারুণ অভাব
অভাবের তাড়নায় জর্জরিত মানুষ
বাঁচবার রাস্তা খুঁজে পায় না ;
সমাজ কি তখন সাহায্য করে?
না করে না।
এ কেমন সমাজ?
যেখানে ব্যক্তিগত স্বার্থই প্রবল
সবলের অত্যাচারে পিষ্ট দুর্বল।
উল্টে দাও এই সমাজ
যেখানে মানুষ মানুষের রক্ত খায়
মজুরি না দিয়ে মরার জন্য ছেড়ে দেয়।
তাই আমি অসামাজিক
ভগবান ব্যাধি দূর করার ভার নিক।