ওগো সমাজের দণ্ড মুণ্ডের
কর্তা শোন তোমায় বলি;
সমাজের মুখোশের নীচে
যে ময়লার পাহাড় জমিয়ে রেখেছ
এসো আজ তা ধুয়ে ফেলি।
চেয়ে দেখ দিকে দিকে উঠছে
দুর্বলের কান্না
ভিক্ষে করে ঘুরে বেড়ায়
অন্ন পায় না।
সবল মানুষ ওদের দিয়ে
কাজ করিয়ে নেয়
উপযুক্ত মজুরি দেয় না।
দুর্বল মানুষ যেন
কবরিস্তানের কঙ্কাল
মানুষ মনে হয় না।
ওরা দুর্বল নিজের পাওনা
চাইতে পারে না ;
প্রতিবাদের ভাষা জানে না
তাই হিংসা করে না।
ওগো সমাজ কর্তা
বোঝ মানুষের মর্মব‍্যথা
তুমিও মহান দেখাও মহানতা।
শুধু রাজনীতি কর না
রাজনীতির দুষ্ট নীতি
সরিয়ে দাও না।