আমি বিদ্রোহী
মানি না ক পরাজয় ;
সংগ্রাম আমার চলতেই থাকবে
যতদিন না হবে জয়।
আমি লড়ব আমি
বোমার মতো ফেটে পড়ব
আনব ঝঞ্ঝা প্রলয় তুফান ;
দুহাত বাড়িয়ে
সমাজটার ঝুঁটি ধরে
নতুন খোলস পরিয়ে
করব মহান।
মুখোশের আড়ালে
যত পাপ অভিমান
জীর্ণশীর্ণ ভাবনার অভিযান ;
সব পুড়িয়ে করব ছারখার
সাথে থাকবে ভগবান।
জাগো জাগো রে আমার
সোনার ভাবনা হতেই হবে মহীয়ান;
জীবন হবে পরশুরামের মত
বারবার করব অভিযান।
ওঠো জাগো রে মানুষ
সামনে বন্ধুর পথ
কাঁটা ভরা বাধা
ভুলে যাও পিছটান।
জাগো মানুষ তোমার
সমস্ত গর্ব নিয়ে
শক্তি পূজার অর্ঘ্য নিয়ে
নতুন মানুষ গড়তে হবে
নতুন জীবন নতুন সমাজ
বসাতে হবে।