আমার যা আছে প্রভু সব তুমি নাও
আমায় মুক্তি দাও,
সন্ন্যাসী হবার আশায় ঘুরে বেড়াই
সন্ন্যাস পাই নাই;
ঘরে কিছু নাই সংসার ত বাধার ঠাঁই।
আত্মীয় স্বজন সবাই স্নেহের ধন
তাদের ছেড়ে যেতে চায় না মন,
মুক্তি ভজলে মুক্তি পাই না
মিথ্যে হয় চাওয়া সে অরূপ রতন।
প্রভু চাই এখন তোমার শরণ
মুক্তির বাসনা মোর কর পূরণ।
জনমে জনমে যা কিছু আছে মোর
কেড়ে নাও প্রভু বাধা ঘনঘোর,
সন্ন্যাস নিতে চাই যে
ডাকি তোমায় পথ খু়ঁজে দাও
পথের হদিশ পেলাম না যে।
করি কত ধ্যান আরাধনা
মন্দিরে মসজিদে কত জানাশোনা
কেউ ত আমায় পথ দেখায় না
শুধু ভক্তি করলে মুক্তি পাব না।
মুক্তির রাস্তা দেখাবে কে;
তাই আপনারে আমি সঁপিতে চাই
মুক্তি দাতা আর কেহ নাই
পূজার হোমানলে জ্বলে উঠি তবে
তবেই মুক্তি আসবে।
;