অর্থনীতির জালে আবদ্ধ
আমরা মানুষ তার  মানবধর্ম
এ জাল ছিঁড়ে স্বাধীন হব
নতুন পথচলা হবে শুরু
এখন আমাদের যাত্রা হল শুরু।
এসো আন্দোলন করি
পুরোনো দিনের কথা স্মরণ করি
পুরোনো নতুন দুয়ে মিলিয়ে
জীবন ধর্মের নতুন নীতি গড়ি।
সেখানে ভুখা পেট কেউ থাকবে না
অশান্তির ঢেউ তুলে অত্যাচার করবে না;
সুদখোর মহাজনদের নি‍ঃশেষ করব
পুরোনো নীতি কেউ মানবে না।
বলবে "জয় মানবধর্ম জয় ভগবান
নতুন নীতি করবে মানুষেরে বলবান।
আমাদের যাত্রা হোক অগ্রগতির জন্য
মিথ্যাচার আর মিথ্যা ভাষণ
করবে না মোদের পণ্য।