দূর আকাশের কোনো কোনে
অন্য পৃথিবী লুকিয়ে আছে ;
জ্ঞান সেথায় পৌঁছায় না।
বিজ্ঞানীদের ভাষা যত
হলো সব অবনত
মানুষের বিজ্ঞান এখনো বোঝে না।
কোন গ্রহতে আছে জীবন
নিঃশ্বাস কি পাব তখন
জলের ব্যবস্থা কি হবে না?
এইসব চিন্তায় দিন যায়
বিজ্ঞানীদের চিন্তাধারায়
গবেষণা অনেক করে
কিন্তু হদিশ পায় না।
মানবাত্মা কোথায় থাকে
মরদেহ ছাড়লে পরে
আত্মার দেখা কেন পাই না।
জলে স্থলে রহস্যে ভরা
কীটাণুর বাতাসে ওড়া
কোরোণার মতো ছড়িয়ে পড়া
বিজ্ঞান বোঝে না।
সৃষ্টি রহস্য রয়েছে অজানা
আকাশে বাতাসে কেন রোগের হানা
কোনো রহস্যের সমাধান হয় না।
অন্য গ্রহ থেকে এলিয়ান আসে
আমরা এখনো যাই না সে দেশে
এ জ্ঞানের প্রভু খোঁজ পাই না
এসব এখনো কল্পনা।