তখনো সান্ধ্য প্রদীপ জ্বলেনি
আকাশে একটি দুটি তারা জ্বলছিল
পাখিদের কুজনে গগন ভরে উঠলো
শুধু আমার কণ্ঠে তখনো সুর আসেনি,
এমন সময় রাজার জলসাঘরে আমন্ত্রন এলো।
সারেঙ্গীটা সুর বাঁধছিল
পণ্ডিতজী তবলার বোল ঠিক করছিল
রাজার ঘোড়া আমায় নিয়ে এলো।
তখন তুমি গান গাইলে
শাস্ত্রীয় সঙ্গীতে উচ্চগ্ৰামে জগত ভুলালে
যেন তানসেন মধুর রাগে
তাঁর কন্যাকে সঙ্গীত শেখালে।
স্বর্গের দেবতারা শুনছিল সে গান
মনোহর পরিবেশে সুন্দরতম ছন্দে
তুমি আমি মিলিত কণ্ঠে
সঙ্গীতের দেবীকে জানালাম প্রণাম।
তারপর অনেক দিনের পরে
তুমি আমি কোথায় চলে গেলাম
তবু মন জূড়ে তুমি ছিলে
সঙ্গীতের আরাধনার দিনে।