জীবনের পথ যদি
আঁকাবাঁকা হয়ে যায়
জীবনটা নিরাশ হয়ে
নিলাম হয়ে যায় ;
রাস্তা খুঁজে পাবে না
সঠিক রাস্তা কেউ চেনাবে না।
মন্দ থেকে মন্দতর পথে
ওরা ঠেলে দেবে;
আঁধার আরও ঘনীভূত হবে
আলোর রশ্মি কোথাও
জ্বলবে না।
জীবনের প্রতি মোড়ে
পাপের সিঁড়ি বাঁধা থাকে
তাই জীবনে চলতে চলতে
পথ ভুলবে না।
যদি কিছু ভুল হয়ে যায়
আাঁকা বাঁকা পথে চলে যায়
জীবনের যাত্রাপথে
সোজা পথ খুঁজে পাবে না।