জীবনের অনেক রঙ
ক্ষণে ক্ষণে বদলায়;
কখনও শান্ত সে
কখনও অশান্ত
কখনও প্রলয়ের
নদী বয়ে যায়।
কখনও সাদা আর
কখনও কালো ;
জীবনটা কখনও
হর্ষে ভালো।
জীবনটা যদি ভাব উৎসব
থাকবে না দুঃখের কলরব;
হাসি মুখে জীবনে
যা আসুক নেব মেনে।
জয়ের রঙ সাদা
পরাজয় মানে না ;
হারবার রঙ কালো
সৃষ্টিছাড়া দুঃখের কালো।
তবু চেষ্টা করলে
হয়ত ভবিষ্যত ভালো।
রঙ বেরঙের খেলায়
জীবন মেতেছে ;
ভালোবেসে দুঃখ পাওয়া
বিধি ভাগ্যে লিখেছে।