আমার অনেক আশা অনেক পাওয়া
চাওয়ার অন্ত নাই
বঞ্চিত করে ভালোই করেছ
বাসনার শেষ নাই।
দিনে দিনে তুমি
যা করেছ দান
জল আলো বাতাস আর
শরীর মন প্রাণ;
করো মোরে যোগ্য করে
সে মহাদান।
আমি সুখী তাই নিয়ে
কর মোরে সে দানের
যোগ্যতা দিয়ে।
বারে বারে তুমি ফিরায়ে দিয়েছ
অতি উচ্চ আশার জঞ্জাল থেকে
মুক্ত করে;
তব মিলনের যোগ্য করে।