সন্ধ্যায় আকাশ রঙ বদলাল
জীবনের রঙ কালো হয়ে এল
সবাই আমায় ছেড়ে গেল।
কেন এই ভালোবাসা
কেনই বা ছেড়ে যাওয়া
কেন জীবনের রঙ
ক্ষণে ক্ষণে বদলে যাওয়া।
জীবন আর জীবিকার
মিল হয় না
জীবিকা প্রাধান্য পায়
ভালোবাসা মানে না
তবুও সত্যি কথা
কেউ মানে না।
তারপর আঁধার আরও গভীর হবে
জীবন ঘন অন্ধকারে ডুবে যাবে।
তবুও আবার আলো ফিরে আসবে
জীবন ঝলমল করবে
শুধু ভালোবাসার আঁধার কাটবে;
এই ত জীবন আমাদের
আঁধারের পরে সব নতুন হবে
আলোর রোশনাই আসবে
জীবন আনন্দে মাতবে।