আঁধারের পর্দা সরিয়ে
পূব আকাশে আলোর রেখা টেনে
রক্তাভ সূর্য দিনের সুত্রপাত করল
আমি দেখলাম বারবার দেখলাম
ভালো লাগল।
তারপর সূর্যের তেজে দিনের আলোতে
সারি সারি সূর্যমুখী ফুটে উঠল;
মৌ ঝুর ঝুর মিষ্টি মধুর
নানান ফুলের গন্ধে ভরে গেল।
বাগানের রক্ত জবা সাদা জবা
ঠাকুর ঘরের শোভা বাড়াল
গোলাপ পদ্ম‌ নতুন দিনের বার্তা আনল
তারপর হঠাৎ একঝাঁক বৃষ্টি এল
রোদে রোদে সে বৃষ্টি মন কেড়ে নিল।
তেমনি হঠাৎ সে বৃষ্টি হয়ে গেল
সাত রঙের রামধনু রঙের বাহার ছড়িয়ে
আকাশে দোলা লাগাল।
আমাদের মনে সে রঙ ছড়িয়ে গেল
নতুন শক্তি দিল।