পাপে পূর্ণ বসুন্ধরা
হিংসা দ্বেষ নীচতায় ভরা ;
যেন আাঁধার রাজ্যে
চলেছি আমরা।
এ আঁধার ঘন হচ্ছে রোজ
ভীত ত্রস্ত আমরা।
হেথা যুদ্ধের নামে
চলছে নরসংহার
অবাধে চলছে
এক ধরনের লোকের দুর্ব্যবহার।
চলছে লুট শোষণ
অমানুষিক অত্যাচার;
করছে ধর্ষণ ঘরবাড়ি
পুড়িয়ে ছারখার।
অরাজকতা হয়েছে
সভ্যতার সীমা পার
বেঁচে আছি আমরা পাপের রাজ্যে
পরিপূর্ণ আঁধার।
এই অন্ধকারে চোখের দৃষ্টি
চলে গেছে মানবতার
পায় না খুঁজে আলোর দুয়ার
তবু জানি আছে মানুষেরা
আঁধার ভেদ করে আলো আনবে
নতুন সূর্যের উদয় হবে
মানুষ মানবিকতা ভালোবাসবে।