অন্ধকারের মুখোশ খুলে দাও
আলোর ঝর্ণাধারায় ভরিয়ে দাও।
সীমার মধ্যে অন্ধকারে
বেঁধো না আমায়;
বাঁধন খুলে দাও
আমার বাঁধন খুলে দাও
সীমা আমার জ্ঞান যজ্ঞ
অসীম করে দাও।
মানুষ যখন ঘুমিয়ে থাকে
বাহন আমার চলতে থাকে মহাকাশে।
অরূপ রতন পাবার আশায়
দিনে রাতে কাজ করে যাই চক্রযানে।
পাব হয়তো চাঁদের খনি
হীরা মুক্তা পাব মণি।
তারপর অন্য গ্রহে যাব
এলিয়নের সঙ্গে বন্ধুত্ব করব
হয়তো নতুন কিছু পাব।
তোমরা আমায় ভুল বুঝ না
মরিনি আমি মরব না
বিজ্ঞান কখনও মরে না
ফিরে এসে তোমাদের আমি
নতুন জ্ঞান ভাণ্ডার দেব।