নাই নাই কেউ নাই
সবাই আমায় ছেড়ে গেছে
কণ্ঠরোধ করে আসে
কেন গেল কোথায় গেল
তারা যে আমায় ভালোবাসে।
তবে কেন গেল তারা
আমায় করে দিশাহারা ;
জীবনে আঁধার ছেয়ে আসে।
তাই আমি ভীষণ একা
কেন সব হল ফাঁকা ;
জীবন তরীতে ভাসি
যদি আসে ঢেউ
আশ্রয় দেবেনা কেউ
আতঙ্কে বেঁচে আছি।
ঘুম থেকে উঠি
ফাঁকা বাড়ি দেখি;
স্বপ্নে এসেছিল যারা
করে গেল আমায় ছন্নছাড়া
বাতাস বলে নাই কেউ নাই।