আমার চাওয়া সব রাগিণী মিলে
অপার আনন্দ পাওয়া;
সেই সুরের মিলনে
জীবনের অর্থ খুঁজে পাওয়া।
সে আনন্দে মাটির ধরা হাসবে
তরুলতায় ফুলে ফুলে
সৌন্দর্য ঝরে পড়বে
তার আনন্দে জীবন মরণ
নাচছে দু ভাই পৃথ্বী জুড়ে;
সেই আনন্দ পাবে
মিষ্টি গানের সুরে।
আনন্দ আসবে তখন ঝড়ের মতো
অন্তর্জ্ঞান জাগবে অট্টহেসে;
তখন দু‍ঃখ ব্যথার শতদল ফুটবে
আনন্দ আসবে আঁখিজলে।
খুঁজি আনন্দ সারা জীবন ধরে
সব সুরের মিলন যখন হবে
দুঃখ সুখের মিলন ধারায়
আনন্দ পাবে খুঁজে।