জীবনের পরোয়া
করি না আমরা
আমরা বিপ্লবের পূজারী ;
দুঃশাসনের শাসকদলের
আমরা বিরোধ করি।
ভুলের মার্জনা করি না আমরা
আমরা অতিবাদী;
প্রতি ভুলের শাস্তি নির্ধারিত
কোনো দ্বিধা না করি।
একদিন গণতন্ত্রের দোষগুলো
টেনে বার করব;
সংখ্যাগরিষ্ঠের গুণ্ডামিরাজ
মাটির ধরাতলে ফেলব।
শাসকদলের মিথ্যা গর্জনের
উপযুক্ত জবাব দেব
জবাব আমাদের মনোমত হবে
শাস্তির জাল বিছোব।