হৃদয়ে তোমার মূর্তি রেখে
খুঁজি তোমায় বাহির পানে;
ঘুরে ঘুরে মন্দিরে মসজিদে
পাইনি কোনো স্থানে।
ঘুরতে ঘুরতে হিমালয়ের পাদদেশে
দেখা এক সাধুর সনে,
বলল"বেটা সে ত তোর
সাাথেই থাকে ;
অনেক বছর ঘুরে ঘুরে
চিনিসনি তুই তারে।
সে যে হৃদয়েশ্বর
আত্মার ধন
পরমাত্মা থাকে সারাক্ষণ
মিছেই খুঁজিস বাহির পানে
নিজেরে খুঁজিস তুই
আপন দ্বারে।"
আমার মনে বান এল
জ্ঞানের ভাণ্ডার খুলে গেল ;
খুঁজে পেলাম আপনারে
অনন্ত জ্ঞানে;
"সোহং" আমিই সেই
এই কথাটি জাগল মনে।