এসো মা দূর্গা
এসো ভীম পরাক্রমে
এসো দশ হস্তে তব
অস্ত্র নিয়ে এসো
এসো দুষ্ট দমনে।
আমি তব পূজারী
দানবের অরি
আসি রথচক্র ঘরঘরিয়া
আমি তোমারই সারথি।
আমি তোমার চক্র আমি শঙ্খ
আমি দিবাকরের তেজোবহ্নি;
পরশুরামের কুঠার আমি
দুষ্ট নিঃশেষ করি ধরণী।
তোমার বরে আমি অগ্নি
আমি মেঘনাদ অদৃশ্য থেকে
করি বাণবৃষ্টি
দৈত্য দানব ত্রাসে থাকে
বজ্রাগ্নি তোমার সৃষ্টি।
আমাকে করেছ ব্রহ্মাস্ত্র
আমি একাগ্নি পাপ ধ্বংসকারী।
আমি পূজারী আমি তব শক্তির পূজারী।