আমি মানুষ
চাঁদের বুকে পা দিয়ে
জয়নিশান গেড়েছি;
সোনা দানা হীরা পান্নার
খনি আমি পেয়েছি।
সারা বিশ্ব আনন্দেতে
জয়ধ্বনি করেছে্;
অন্য গ্রহ জয় করবার
স্বপ্ন আবার এসেছে।
কোথাও হয়ত পেট্রোল
আর অনেক কিছু পেয়ে যাবে ;
সব জয় করলে পৃথ্বী
গ্রহরাজ বলে ডাকবে।
যখন কোনো দস্যু গ্রহ
সামনাসামনি আসবে;
ব্রহ্মাস্ত্র বানিয়ে পৃথ্বী
চুরমার করে দেবে!
পৃথিবীতে কোথাও
অভাব আর থাকবে না ;
শিক্ষা দীক্ষা অন্ন বস্ত্রের
কমি কোথাও পাবে না
ভাবছে ভারত সূর্য
জয় করে সৃষ্টির উৎস খুঁজবে।