আমরা ক্ষুধার্ত
বিশ্ব জুড়ে রোদন
উঠেছে ক্ষুধার্ত আমরা ক্ষুধার্ত।
এই কান্নার শেষ নাই
হোথায় যুদ্ধ চলছে
"নাই"য়ের শেষ নাই।
লক্ষ লোক আকাশ পানে
দু হাত তুলে বলছে;
"নাই তুমি নাই
ভগবান তুমি নাই
মানুষের দুঃখে শোকে
তোমার দয়া হয় না।"
দুই রাষ্ট্রনেতা লড়াই করে
লক্ষ সেনা যুদ্ধে মরে ;
তাদের পরিবার দুঃখে থাকে
ব‍্যবসায় একদম চৌপট হবে।
শিশুদের ভবিষ্যত
শিক্ষা দীক্ষা নষ্ট করে
যুদ্ধ চালিয়ে যায়।
যুদ্ধ করছে যারা
তারা পরিবারের দিকে তাকায় না
দুঃখ রোগ শোক
তাদের স্পর্শ করে না।
তবে কেন এই যুদ্ধ
এতে কার ক্ষতি হবে না?
শান্ত কর হে ভগবান শান্ত কর
দূর কর যুদ্ধের ভয়াবহতা
জাগাও মানবের মানবতা।
সেদিনের জন্য চেয়ে আছি অনিমেষ
যখন নতুন জীবন শুরু হবে
যুদ্ধের অবকাশের হবে শেষ।