দিনের কাজ সাঙ্গ হল রাত্রি ঘনায়
দিনের আলোর মিষ্টি আরাম
নিমেষে মিলায়।
এই আরাম আমার ছড়িয়ে ছিল
সকল চেতনায়
যাত্রা পথের বেদনা আমার
সকলি ভুলায়।
ছায়ায় ভরা এই কুঞ্জে
নিদ্রা এল রঙ ভরে
বিকিয়ে গেলাম তখন আমি
গভীর ঘুমে।
স্বপ্নের মতো হয়ত তুমি এলে
আমায় জাগাতে।
আমার তখন অনেক দূরে যাওয়া
কিছু পাওয়া কিছু না পাওয়া
পারলে না আমায় জাগাতে।
হঠাৎ যখন খুলল আঁখি
শিয়রে তুমি আছ দেখি
তোমার হাসি দিয়ে
আমার চেতনা ঢাকি।
ভেবেছিলাম আমার পথ
অনেক আছে বাকি
তুমি এসে বুঝিয়ে দিলে
আমি কাছেই থাকি।