আমি বিদ্রোহী
বিদ্রোহ অন‍্যায়ের বিরুদ্ধে
বিদ্রোহ শোষণের বিরুদ্ধে ;
খেতে না পাওয়া মানুষ
যখন শোষণের শিকার হয়
পুরো কাজ করার পরে
তদনুরূপ মূল্য না পায়
যখন লোক হাহাকার করে
জঠর জ্বালায় জ্বলে মরে ;
তখন আমার সহ‍্য হয় না
বিদ্রোহের আগুন নেভে না।
আমি কালভৈরবের পূজারী
সে যে শঙ্খ চক্র গদা পদ্মধারী
অন‍্যায় বিধ্বংসকারী।
বিদ্রোহ আমার হাতিয়ার
সবল লোকের পেশী আস্ফালনের
উপযুক্ত তলোয়ার।
ঐক্যবদ্ধ হয়ে হুংকার করে
তোমাদের বেআব্রু করব হুঁশিয়ার
সবলের বল শূণ্য হবে
লজ্জা হবে সবাকার।