আমি আকাশ ছুঁতে পারলাম না
দূত এসেছিল আমায় ডেকেছিল
শুধু আমিই যেতে পারলামনা।
ঝড় এলো আমফানের মতো
শরীরে আমার;
দু‍ঃখ পেলাম কষ্ট পেলাম
শরীর সুস্থ হলো না আমার।
কিন্তু ঠিকানা আমার ভুল ছিল
মৃত্যুদূত এলো না;
আমফানের ঝড় থেমে গেল
কিছুই হলো না।
আমার ভালোবাসা ঠিকানা পায়নি
আবেগে ভরা শুধু ছলকানি;
এমনি করেই চলবে জীবন
মিথ্যেই হবে ভালোবাসাবাসি।
আমার ঠিকানা আমিই জানিনা
কোথা থেকে কোথায় যাব
নাই ঠিকানা;
আরফান তো চলে গেছে
রেখে গেছে তার কিছু নমুনা।
এখনও সুস্থ বলার সময় হয়নি
যদিও ঝড় কেটে গেছে
যাবার রাস্তায় দাগ রেখে গেছে
মৃত্যুর রথ আসেনি।