একদিন আমি গেলাম স্টেশনে
মেয়েকে রিসীভ করতে
রাত তখন সাতটা বাজে
ফিরে দেখি কিছু শ্রমিক
অপেক্ষা করছে বাংলোর সামনে।
শুনলাম দুর্ঘটনা হয়েছে খনির ভেতরে
ইনচার্জবাবু গেছে রেস্কু করতে।
ঘটনাস্থলে গিয়ে দেখি
বডিটা হয়েছে আনা ওপরে
স্ট্রেচারে করে
তাড়াতাড়ি ইনচার্জবাবু
প্রাথমিক চিকিৎসা করল
তারপর রিজিওনাল হসপিটাল পাঠাল
রিজিওনাল সেন্ট্রালে পাঠিয়ে দিল।
শ্রমিকটির জীবন সংশয় ছিল
তাই আমি ডাক্তারের সাথে
কথা বললাম
ডাক্তার তক্ষুনি দু বোতল রক্ত
চাই বলল।
কিন্তু শ্রমিকরা শ্রমিক পুত্ররা
রক্ত দিতে অস্বীকার করল।
তাই আমিই রক্ত দিয়ে ওকে বাঁচালাম
সুস্থ হয়ে সে ত আমাকে গালি দিল
বলল "আমাকে মরতে ছেড়ে দিলে
আমার পুত্র চাকরি পেত
বয়স কম অনেক দিন চাকরি করত"।০