গোলাপ বাগে ফুটল গোপাপ
প্রজাপতি এল ছুটে,
কানে কানে কি বলল
জানি না
সম্ভ্রম উঠল ফুটে।
সূর্যমুখী সূর্যের দিকে
মুখ করে থাকে
সূর্যের প্রেয়সী সে যে
পূজার ফুল দিয়ে ভালোবেসে
মালা গেঁথে সূর্যকে
পূজা করবে।
পলাশ ফুল শিমুল ফুল
সখ্যতা করে
লাল রঙ ছড়াবে ;
সেই লালের রঙে
রাঙিয়ে মানুষ
দুঃখ ভুলে যাবে।
আমার ব‍্যথা আমারই থাকবে
কেউ নাগাল পাবে না ;
প্রজাপতি ভুল পথে যাবে
গোলাপ বুঝবে না।