জানি এ আমার ভুল
তুমি ডেকেছিলে বুঝিনি ;
তোমার গানে মুগ্ধ ছিলাম
ভালোবাসিনি।
আজকের মধুসন্ধ‍্যায়
যারে চাই তারে পাইনি।
জানি আর দেখা হবে না
আমার ডাকে সাড়া দেবে না
এ ভুলের দাগ কখনও মিটবে না।
এখন তোমায় আর মনে পড়ে না
সেই সুন্দর স্বর্ণালী সন্ধ‍্যা
আর আসে না।
তবুও মনের কোনে
নির্জনে সংগোপনে
যদি তুমি এসে যাও
আমি আর চাইব না।
যেদিন হারিয়ে গেছে
যেদিন হারিয়ে গেছে
সেদিনের কথা ভেবে
নিজেকে হারাব না।