এ কেমন দেশ আমাদের
যেখানে আইন শৃঙ্খলা নেই
অস্ত্র হাতে বলশালীরা রাজ্য‌ চালায়
প্রশাসনের কোনো ক্ষমতা ‌নেই।
শাহজাহানের দল অত্যাচার করে
আইন ঠু়ঁটো‌ জগন্নাথ হয়ে বসে থাকে,
নিরীহদের বুকের কান্না ডুগরে ওঠে
তারা নি়ঃশব্দে কাঁপে।
এই কি আমাদের দেশ
স্বপ্নময় ছিল আমাদের দেশ
সুন্দর স্মৃতি দিয়ে ঘেরা,
ছিল না কোনো ধর্মান্ধতা
ঘরে ঘরে ছিল মিত্রতা
হি়ংসা দ্বেষ ছিল না তখন
ছিল না মিথ্যে আত্মগরিমা।
এখন পাপ যত আছে
আইন আছে তার চেয়ে বেশি,
আইনের পাপের ছায়ায়
আছে শুধু দর কষাকষি।
খুন ধর্ষণ ছোরাছুরি
এ তো নিত্যদিনের ঘটনা
বড়ো সরকার সহায়তা করে
তাই প্রশাসন কিছু করে না।
কতকাল আর কতকাল
এই অত্যাচার চলবে
নিরীহ আত্মা দুঃখে জ্বলবে
অত্যাচার অসীম হবে?
তাই এবার বিদ্রোহ আসবে
বীভৎস অত্যাচারের মধ্য দিয়ে
বিদ্রোহ আসবে খুন জখম ধর্ষণের মধ্য দিয়ে
কাঁপবে বলশালী দুষ্কৃতীরা কাঁপবে।