একটা প্রচণ্ড বিষন্নতা
আমাকে গ্রাস করে ফেলছিল,
মনে হলো জীবনের প্রসন্নতা
হারিয়ে গেল
জীবন শূন্য রয়ে গেল।
নাই কিছু নাই যে আমার
মনে হলো,
দুঃখের ভারে হৃদয় আমার
ভাঙতে থাকল।
কিন্তু কেন এই দুঃখবোধ
কেন এই বিষন্নতা
কেন কিছুই বুঝি না ;
জীবন মরণ সমান হলো
কেন এই আকুলতা।
হঠাত আসা আলোর ঝলকানিতে
মন হলো প্রসন্ন;
সেই আলোতে হৃদয় মোর
দুঃখের দীনতায় করল নগন্য।