আমাকে হাসতে দাও;
যখন ভোরের বেলায়
সূর্য হাসে রঙ ছড়িয়ে
সূর্যমূখীর ডাকে ;
আনন্দে বাতাস বয়ে যায়
সুখের পরশ দিয়ে
তখন আমায় হাসতে দাও।
নদীর বুকে ঢেউয়ের খেলা
নদীর জলে মাছের খেলা ;
ফুলের বনে রঙের মেলা
আমায় দেখতে দাও।
ফুলের বনে মধু খেতে
প্রজাপতির মেলা ;
মোহনবাগান ইস্টবেঙ্গলের
হাড্ডাহাড্ডি খেলা
আমায় দেখতে দাও।
ভারতের যান যখন চাঁদে পৌঁছল
জগত জুড়ে আনন্দ করল
অনেক দিনের অন্ধকার দূর হল
আলোর জগত দেখতে দাও।