আলোর বন্যা এনে দাও;
আঁধারের ভুবন সরিয়ে
কালোর পর্দা দূর করে
নতুন ধরার সন্ধান দাও।
কালোর ভুবনে অনেক
ময়লা জমে থাকে
পূণ্যকাজ হয় না
মন্দ যখন বিচার করে
ভালো কিছু হয় না
জীবনের আঁধার দূর করে দাও।
কূপমণ্ডপে থাকি
যখন ওপরে দেখি
আঁধারের জগত পাই
সে আঁধার ত কভু দূর হয় নাই।
তাই আলো এনে দাও
তারই বন্যায় সব কালো
দূর করে দাও
আলোয় ভুবন ভরিয়ে দাও।
আলো, তোমায় মিনতি করি
আলোর শিক্ষায় শিক্ষিত করি'
আমাদের মুক্তির পথ দেখাও;
আত্মগরিমায় মহান করে
শির উঁচু করে অন্যায়ের
সামনা করে
নতুন শিক্ষার আলো জ্বালাও।