যখন জাগবে রবি একটু হেসে
কালো আঁধারের পর্দা ফেড়ে.
উল্লাসে গাইবে সবে
নতুন জগত চিনবে।
আঁধারে ছিল দিশাহারা
রশ্মি ছিল না
অত্যাচার ছিল প্রতিবাদ
করার কেউ ছিল না।
মৃত্যু ভয়ে ভীত মহল্লা
তিনটে খুন হয়েছিল
প্রশাসন অন্ধ ছিল
কোনো সাহায্য পেল না।
অন্ধকার তখন গভীর ছিল
আলো কোথাও ছিল না;
ব্যবসায়ীকুল ভেবে আকুল
লুটের সমস্যার সমাধান
হয় না।
এমনি করেই চলছে
আঁধারে জীবন
রাতের পরে দিন এসে যায়
আঁধারের হয় পতন।
পতন হলো সবে বলল
রবির উদয় হল
আঁধারের কারাগার ভাঙল এবার
আলোর বন্যা বইল।