কে তুমি আমায় ডাক
অলোকে লুকিয়ে থাক;
খুঁজি তোমায় সকল
অনুভূতি দিয়ে।
আমি যে ছড়িয়ে গেলাম
কিছু ত কুড়িয়ে পেলাম ;
পথে পথে চলতে চলতে।
আমার যাওয়া মিথ্যে হল
তুমি যে করলে ছল
কোন অলোকে লুকিয়ে গেলে
মিথ্যে কেন ডাকলে বল।
মেঘনাদ মেঘের আড়ালে থাকত
কালভৈরব কালের আড়ালে থাকত
তুমি কোথায় থাক বল ত
খুঁজে খুঁজে পাই না
তবে কেন আমায় ডাক
বুঝি না তোমার ছলনা।