একদিন সেই দিন
যেদিন এক এলিয়নের
সাথে দেখা হল.
ছিল সে অজানায়
মহাকাশের গায়
হয়ত চন্দ্রযানে এসেছিল।
আমাকে দেখে
আমার মতো বেশ ধরল।
কিন্তু ভাষা তার আলাদা
সে ত বুঝল না
তবু মনের ভাষায় কথা বলল।
শিখল সব খুব তাড়াতাড়ি
আমাকে নিয়ে দিল পাড়ি।
কত মরুপথ গিরি পর্বত এল ঘুরে
একদিনে যানে করে।
হঠাৎ একদিন পুলিশ এল সদলবলে
আমার বাড়ি করল ঘেরাও অস্ত্র সাথে।
বলল কোন অজানা আসামী
লুকিয়েছিল আমার ঘরে।
এমন সময় তীব্র নীল আলো
দেখা দিল আকাশ পথে
খুব আওয়াজের সাথে।
চন্দ্রযান নামল নীচে এলিয়নকে নিতে।
তক্ষুনি সেই আকাশের লোক
আকাশেই চলে গেল
আমার বন্ধু আমার জন্য
দুঃখ রেখে গেল।