তোর ছবি ফ্রেমে বাঁধা হয়ে গেছে
বাঁধা ছিলি তুই প্রেমের ডোরে;
সে প্রেম তোর টিঁকল না রে
অশক্ত সেই প্রেমের ডোরে
তোকে বন্ধনমুক্ত করে গেছে।
অনাবশ্যক ঝাঁপ দিয়ে
প্রেমের তরী বাইতে গিয়ে ;
ডুবলি নিজে মাঝ দরিয়ায়
ভালোবাসা হারিয়ে গেছে।
প্রেমের তুই কাঙাল ছিলি
সারা যৌবন প্রেম খুঁজলি
ভালোবাসার ধোঁকার কাছে
আলেয়ার পিছে ছুটলি মিছে।