দিন চলে যায়
সব বদলে যায়
হারিয়ে যাওয়া মনটা আমার
অন্য রূপ নেয়।
কতবার ভাবি আমি কর্মহীন
মিথ্যে কেটে যায় আমার দিন;
আলস্যে চলে যায় কতদিন
বিবাগী মন আমার বৈরাগ্য
নিতে চায়।
পারিনি আমি সন্ন্যাস  নিতে
আকাশের মত উদার হতে;
এই চিন্তায় দিন কেটে যায়
অলস ভাবনা ছেয়ে যায়
বিবাগী হবার শক্তি ফুরিয়ে যায়।
তাই এই শ্রান্ত হাতে বীজ বুনে যাই
একদিন ঘুম থেকে উঠে দেখি
ফুলের সৌন্দর্যে গন্ধে
হৃদয় ভরে যায়।