বড়ো একা লাগে
সূর্য যখন ওঠে রঙ ছড়িয়ে
পৃথ্বীরে ডাকে,
চাঁদ হাসে উল্লাসে
তখন বড়ো একা লাগে।
যখন ফুলের গন্ধে
ভ্রমর আসে গুনগুনিয়ে;
বাতাস ছড়ায় আনন্দ গীত
তারই সনে;
রঙ ছড়িয়ে প্রজাপতি
ফুলের মধু খায়
বাউল হয়ে আমার এ মন
উদাস হয়ে যায়
তখন বড়ো একা লাগে।
সঙ্গী সাথী ছিল যারা
ছেড়ে গেল আমায় তারা ;
পড়ে আছি নিদ্রাহারা
আঁধার রাতে
তাই বড়ো একা লাগে।
একে একে তারা ফোটে
চাঁদের হাসি বাঁধ না মানে
সপ্তর্ষি চেয়ে থাকে
আমার মন কাঁদে সঙ্গোপনে।
জোনাক ডাকা অন্ধকারে
কারে ডাকে বারে বারে
বিরহ দুখে কাঁদতে থাকে
তখন মন লাগে না।