হঠাত কেন কালো মেঘে
আকাশ ছেয়ে গেল ;
হঠাত সূর্য সোনার রঙে
পশ্চিমে ডুব দিল
আঁধার কেন তারি সাথে
রাত্রি নিয়ে এল।
জানে না কেউ জানে না
কেন এমন হয় ;
সূর্য যখন ঘুমিয়ে পড়ে
চাঁদ জেগে রয়।
হঠাত সকালে পূব আকাশে
রাঙা করে সূর্য ওঠে ;
তারি সাথে ঝাঁকে ঝাঁকে
পাখিরা গেয়ে ওঠে।
এসব কেন হয়
কার ভরসায় হয়
জানে না কেউ জানে না
কারণ জানা যায় না।
একই তারে বাঁধা আছে
রবি আর পৃথিবী
গ্রহ তারা সৌরমণ্ডল
কি করে হয় শুনি।
জীবের জীবন কোথায় থাকে
কেন দেখা যায় না
হে সৃষ্টিকর্তা তুমি বলবে না
এসব কি বলা যায় না?