আকাশ তো সবই জানে
দুঃখে শোকে গুপ্ত কর্মে
সবারই হিসাব রাখে।
মানুষ অপরাধ করলে পরে
মানুষই তা লুকিয়ে রাখে
ভাবে কেউ জানে না;
আকাশের চোখ খোলাই থাকে
ভুল তো ধরাই পড়ে
মাফ কভু হয় না।
চিত্রগুপ্ত লিখে রাখে
জীবনের দীর্ঘ পটে
শাস্তি পেয়েই থাকে
কেউ তা জানে না।
ও আকাশ মেঘ এনে দাও না
শস্য শ‍্যামল ভূমিতে
অনাবৃষ্টি যেন ছায় না ;
আরও ভালো হতো
যদি মরুভূমিতে বৃষ্টি আনত
সুন্দর শস্য ফলত
মানুষের অভাব মিটে যেত।