ও আকাশ প্রদীপ জ্বেল না
ও বাতাস হতাশ হয়ো না,
কালো মেঘে বিদ্যুৎ
ঝিলিক দিতে পারে
টুপুর টাপুর বৃষ্টি আসতে পারে
জল বিহীন মাঠগুলো খুশি হতে পারে।
তখন সময় হবে
কৃষকের কাঁধে লাঙল তোলার
অনেক আশার ফসল ফলাবার,।
মাঠভরা সোনার ফসলে
বাতাস ঢেউ খেলিয়ে যাবে,
তখন সোনার ভবিষ্যৎ
সবাইকে আনন্দের বানে ভাসাবে।
কৃষক বধূর মুখের হাসি
জগতে খুশির খোরাক দেবে
সেই খুশিতে খুশি হয়ে
চড়ুইভাতি হবে।
তাই ও আকাশ বৃষ্টি এনে দাও
নতুন স্বপ্নের খুশি ঝরাও।
বৃষ্টি বৃষ্টি বৃষ্টি
দাও সবার হৃদয়ে নতুনের সৃষ্টি
জীবন বলবে জীবনকে ভালোবাসি।