সূর্য পৃথিবীকে ভালোবাসে
কিন্তু মিলতে পারে না ;
পৃথিবীও ভালোবাসে
চারিদিকে নাচতে থাকে
কিন্তু মিলতে পারে না।
এই আকর্ষণ শুধু স্বর্গীয়
একে অপরকে না দেখলে
থাকতে পারে না।
তাদের ছোট মেয়ে চাঁদ
কখনও কাঁদে না ;
স্মিত হেসে জগত ভুলিয়ে
নিজে ভোলে না।
তাদের বংশজ লক্ষ তারা
নাচতে জানে স্থির থাকে না ;
মৃদু মৃদু হাসতে থাকে
পৃথিবীর মুখ দেখে
আর কিছু জানা যায় না।
যদি এমন হত
সবে মিলে মজা করত
বুড়ি ছু খেলত
কিন্তু স্পর্শ করত না ;
মাধ্যাকর্ষণ কমে যেত
দিন রাত্তির হত না।