দেশের লোক জেগে গেছে
বিদ্রোহ এসেছে সাথে;
বহু বছরের পুঞ্জীভূত ক্রোধ
স্ফুটিত হলো চারিদিকে।
অত্যাচারিত মহিলাদের
উত্থান হয়েছে;
শাসকদল কাঁপছে থরথর করে
বিধির বিধান পাল্টেছে।
অনেক বছরের আক্রোশ
আর পরিধীনতার গ্লানি
বিদ্রোহের জ্বালামুখী হয়ে ফেটেছে
সেই অগ্নুৎপাতে সেই অনলে
অত্যাচারী দলের মৃত্যুবাণ এসেছে।
বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ
ধ্বংস যজ্ঞ হয়েছে শুরু
অত্যাচারীর নেই লাজ।
প্রতারিত অত্যাচরিত গোষ্ঠী
এবার করেছে পণ;
সব মিথ্যাচারের স্বৈরাচারের
করবে তারা পতন।
মাঝদরিয়ায় ডুববে প্রবঞ্চক
অত্যাচারির সাথে;
তাই নীরব রয়েছে তারা
তাদের আশ্রয় কেহ না দেবে।