বাদল ঝরা শেষ হয়েছে
উঠল রোদ্দুরের ঝিকিমিকি ;
বিকেল বেলার পড়ন্ত রোদে
কে দিল আলোর অঞ্জলি।
আাঁধার যেন গড়িয়ে এল
আকাশে লক্ষ তারা জ্বলল;
এমন সময় কে এল গো
কোন গোপন কথাটি বলল।
শুনল না কেউ বুঝল না কেউ
শুধু বন্ধু সে কথাটি জানল।
জীবন পারাপারের বন্ধু
জীবনের গান গাইল;
সে গানের সুরে সুরে
আবার বারিধারা ঝরল।
সারা রাত বাজিয়ে মাদল
মেঘেরা গর্জন করল
মাঝে মাঝে বিদ‍্যুৎপরী
ঝিলিক দিয়ে গেল।
ভোরের বেলায় বাদলের ছুটি হল
নীল আকাশ রাঙিয়ে দিয়ে
সূর্যের উদয় হল।