বাবুদের সাহেবিয়ানা
কিছু বোঝা যায় না।
ভাষা কত বদলে গেল
অনেক কথার মানে জানিনা ;
ইংরেজি বললে পায় মর্যাদা
বাংলা বললে কেন পায় না।
সক্ষম পিতা অক্ষম হলে
ওদের সমাজ হাসে দুঃখ বাড়ে;
ফার্ণিচার রাখার জায়গা না হলে
পিতা মাতার জায়গা হয় বৃদ্ধাশ্রমে।
পুত্র তখনই পার্টি করবে
কেউ কিছু মনে করবে না ;
ওরা আজব গজব কাণ্ড করে
একেই বলে সাহেবিয়ানা।
পুত্র বড়ো কেশ রেখেছে
দুল পরেছে মেয়েদের মতো ;
এতেই নাকি বাড়তি সম্মান পায়
পার্টি করছে অবিরত।
ভালোবাসা বাসি বলে
দু-চার স্ত্রীকে ভালোবেসেছে
সাহেবিয়ানা এমনি রোগ
কিন্তু ওরা মস্তি বলেছে।
একদিন সাহেবের সাহেবিয়ানা
বড়ই ধাক্কা খেয়েছে ;
পুলিশ এসে ড্রাগস পার্টি
হাতেনাতে ধরেছে।
শুনছি ওরা জেলে যাবে
ভবিষ্যৎ বাণী হয়েছে ;
সাহেবদের সাহেবিয়ানা
বড়ই ধাক্কা খেয়েছে।